1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
২৮ অক্টোবরে দেশে কিছুই হবে না: পরিকল্পনামন্ত্রী — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

২৮ অক্টোবরে দেশে কিছুই হবে না: পরিকল্পনামন্ত্রী

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ বার পঠিত
২৮ অক্টোবরে দেশে কিছুই হবে না: পরিকল্পনামন্ত্রী

বিএনপি ২৮ অক্টোবর সমাবেশের ডাক দিয়েছে। এতে কিছুই হবে না দেশের। প্রতিদিন স্বাভাবিক ভাবে মানুষ যেভাবে চলছে, ঠিক সেভাবে চলবে। শিক্ষার্থীরা স্কুল কলেজে যাবে। ২৮ অক্টোবর পর ২৯ অক্টোবর আসবে, এতে দেশের কিছু হবে না।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের রাণীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃক নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

সরকারের একদফা নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, ‘কারও কোন বক্তব্য এটা তাদের বিষয়। আওয়ামী লীগ সরকারের মানুষের কাছে দায়বদ্ধতা আছে।

সরকার কি করছে, দেশের জনগণ সেটা দেখবে। আইনের বাহিরে সরকার কোন কাজ করে না। ভোটের মাধ্যমে জনগণ সরকারের সকল কিছুর বিচার করবে।’

তিনি বলেন, ‘বিএনপি সরকারের পদত্যাগের দাবি ৩ বছর ধরে করছে। রাজনীতি করতে গেলে রাজনীতির নিয়ম অনুযায়ী করতে হবে।

সরকারের পদত্যাগ এটা জনগণকে উসকানির জন্য বলা হয়। এসব শুনতে শুনতে আমরা সবাই বিরক্ত। এটা কোনও কথা নয়।

গণতন্ত্রে প্রত্যেকের মন্তব্য করার অধিকার রয়েছে। দেশের মানুষকে কষ্টে রাখার অধিকার কারও নেই।

আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়ন করছে, দেশের কোনও ক্ষতি এই সরকার করে না।

দেশের ক্ষতি কে করছে, জনগণ সেটা দেখছে। তার বিচার জনগণ করবে।’

 

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম।

 

আরও পড়ুন:

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com