1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
১০০ পিস নেশার ট্যাবলেট ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী আটক — Nobanno TV
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

১০০ পিস নেশার ট্যাবলেট ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী আটক

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ বার পঠিত
১০০ পিস নেশার ট্যাবলেট ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১০০ পিস নেশার ট্যাবলেট ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন আলমডাঙ্গা স্টেশনপাড়ার রেজাউল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৬) ও তার স্ত্রী লিজা খাতুন (২২)।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান,

গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রেলস্টেশন এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে রুবেল হোসেন ও

তার স্ত্রীকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com