চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১০০ পিস নেশার ট্যাবলেট ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন আলমডাঙ্গা স্টেশনপাড়ার রেজাউল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৬) ও তার স্ত্রী লিজা খাতুন (২২)।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান,
গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রেলস্টেশন এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে রুবেল হোসেন ও
তার স্ত্রীকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন :