1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
হাতিরঝিলের একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে বসে আছেন এক নারী — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

হাতিরঝিলের একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে বসে আছেন এক নারী

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৪৩ বার পঠিত
টাওয়ারের

রাজধানীর হাতিরঝিলের বেগুনবাড়ি এলাকায় কয়েকশ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েছেন এক নারী।

তাকে নামানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ওই নারীকে টাওয়ারের চূড়ায় বসে থাকতে দেখেন আশপাশের মানুষ।

প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন।

এলাকাবাসী জানান, বাড়ির ছাদ থেকে তারা এক নারীকে ১১শ কেভির বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় বসে হাত নাড়তে দেখেন।

পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে অনেকে ওই নারীকে ঝিলে মাছ ধরতে দেখেছেন।

সেখান থেকে সাঁতরে গিয়ে তিনি টাওয়ারে উঠে পড়েন বলে ধারণা তাদের।

সরজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের একটি টিম নৌকা নিয়ে পানির মধ্যে স্থাপিত ওই টাওয়ারের চূড়া থেকে তাকে নামানোর চেষ্টা করছেন।

তারা মাইকিং করে উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে সরানোর চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, যে টাওয়ারে ওই নারী উঠেছেন সেটি দিয়ে হাজার ভোল্টের ওপরে বিদ্যুৎ সঞ্চালিত হয়।

এ ছাড়া খুবই গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন হওয়ায় এর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা সম্ভব হচ্ছে না। ফলে উপরে উঠে তাকে নামানো যাচ্ছে না।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com