1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
সিংড়ায় চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধর: আটক ১ — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

সিংড়ায় চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধর: আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার পঠিত

নাটোরের সিংড়ায় চাঁদা না দেওয়ায় মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে শরিফুল ইসলাম নামে একজন কে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৮ এপ্রিল) ইউপি সদস্য রেজাউল করিমের কাছ থেকে ওই এলাকার তিনজন ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় অভিযুক্তরা ওই ইউপি সদস্যের ব্যবহিত মোটরসাইকেল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার পরে ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে মোটরসাইকেলটি ফেরত পান তিনি।

পরে একটি সরকারি প্রকল্পের কাজে বাঁধা দিয়ে ওই মেম্বারের কাছ থেকে পুনরায় ২ লক্ষ টাকা চাঁদা চায় অভিযুক্তরা। চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ওই মেম্বার কে মারপিট করা হয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ওই মেম্বার লিখিত অভিযোগ দায়েরের পরে সিংড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযুক্তদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন অভিযুক্তরা পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, হাতিয়ান্দহর মোকসেদ প্রামাণিকের ছেলে শরিফুল ইসলাম, সুমন, রেন্টু পিতা অজ্ঞাত ।

পরে স্থানীয় জনতা হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অভিযুক্ত শরিফুল ইসলাম কে আটক করার পরে সিংড়া আর্মি ক্যাম্পে বিষয় টি জানালে সেনা টহল এর একটি অভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে শরিফুল কে আটক করে সিংড়া থানায় হস্তান্তর করে। অন্য দুইজন অভিযুক্ত সুমন ও রেন্টু পলাতক রয়েছে।

ভুক্তভোগী ইউপি সদস্য রেজাউল করিম বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে এলাকার কবরস্থানের প্রাচীর নির্মানের জন্য ২লক্ষ টাকা বরাদ্দ পাই বরাদ্দকৃত টাকা দিয়ে প্রাচীর নির্মানের কাজ চালাচ্ছিলাম হঠাৎ করে এলাকার বখাটে তিনজন আমার কাছে চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ায় আমাকে হত্যার হুমকিও দেয় তারা এর আগে চাঁদা না দেওয়ায় আমার মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

এবিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, এ ঘটনায় থানায় একজন আটক রয়েছে ।

নবান্ন টিভি/ মোঃ মোতালেব হোসেন

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com