কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনের ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন সমিতির একাংশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমিতির সহ-সভাপতি প্রার্থী এটিএম মোস্তফা।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়- কার্যকরী পরিষদের ২৩টি পদে মোট বৈধ ভোটার সংখ্যা ৬৮৩১।
কিন্তু বিজয়ী ও পরাজিত মোট ৪১ জন প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা ৬৬৯৫। এখানে বৈধ ভোটের পার্থক্য ১৩৬ ভোট।
এছাড়া কোষাধ্যক্ষ পদে দিবাগত রাত সাড়ে ৩টায় মাইকে ঘোষণা করা ফলাফলে তিন ভোটে এগিয়ে থাকা প্রার্থীকে ভোর ৬টায় এক ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়।
নির্বাচনে সহ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় সকল পদেই ভোটের গড়মিল পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে অবিলম্বে ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে বলা হয়, ফলাফল ঘোষণার পরই এ দাবি জানানো হয়েছিল।
কিন্তু নির্বাচন কমিশন রহস্যজনক কারণে পক্ষপাতিত্বমূলক আচরণ করে দাবিকে উপেক্ষা করেছেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি প্রার্থী শাহজাহান লস্কর, সহ সভাপতি প্রার্থ এটিএম মোস্তফা,
সাবেক সদস্য সচিব শেখ ফরিদ আহাম্মদ, সাধারণ সম্পাদক প্রার্থী শফিকুল ইসলাম মানিক,
কোষাধ্যক্ষ প্রার্থী মো. শাহজাহান, কার্যনির্বাহী সদস্য প্রার্থী জিল্লুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :