1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
শেরপুরে হাতির আক্রমণে কৃষক নিহত — Nobanno TV
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

শেরপুরে হাতির আক্রমণে কৃষক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১২৭ বার পঠিত

শেরপু‌রের না‌লিতাবাড়ীতে বা‌ড়ির কা‌ছে ধানখে‌ত পাহারা দি‌তে গি‌য়ে বন‌্য হা‌তির আক্রমণে এক কৃষ‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। গতকাল বৃহস্প‌তিবার রাতে উপ‌জেলার সীমান্তবর্তী এলাকার বাতকু‌চি টিলারপাড় গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

নিহত ওমর আলী (৫০) বাতকু‌চি গ্রা‌মের মৃত‌ ত‌মিজ আলীর ছে‌লে।

বন বিভা‌গ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা গে‌ছে, সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়‌নের বাতকু‌চি এলাকায় পাহা‌ড়ি টিলা ও জঙ্গ‌লে তিন‌ দিন ধ‌রে ৪০–৪৫‌টি বন‌্য হা‌তির দল অবস্থান কর‌ছে। সাধারণত সন্ধ‌্যার পর খা‌দ্যের সন্ধা‌নে হা‌তির পাল সমত‌লে ধানখে‌তে নে‌মে আসে। স্থানীয় গ্রামবাসী মশাল জ্বা‌লি‌য়ে ও পটকা ফু‌টি‌য়ে হা‌তি তা‌ড়ান। গত তিন দি‌নে হা‌তির পাল‌টি বাতকু‌চি গ্রা‌মের প্রায় পাঁচ-ছয় একর বো‌রো ধান খে‌য়ে ফে‌লে‌ছে।

এই পরিস্থিতিতে গতকাল রাত নয়টার দি‌কে ওমর আলী একাই তাঁর খেতের ফসল পাহারা দি‌তে বের হন। খে‌তের কা‌ছেই হা‌তির পাল‌ অবস্থান করছিল। এ সময় হা‌তির পা‌য়ে পিষ্ট হ‌য়ে ওমর আলীর মৃত্যু হয়। পরে গ্রামের লোকজন মশাল নি‌য়ে এগি‌য়ে যান। তখন হা‌তির পাল সেখান থে‌কে স‌রে যায়। ধানখে‌তের পা‌শে ওমর আলীর লাশ পাওয়া যায়। রাত একটার দি‌কে না‌লিতাবাড়ী থানা–পু‌লিশ, পোড়াগাঁও ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম‌্যান জামাল উদ্দিন ও বন বিভা‌গের মধু‌টিলা ইকোপা‌র্কের রেঞ্জ কর্মকর্তা র‌ফিকুল ইসলাম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ন।

এ ব‌্যাপা‌রে না‌লিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম‌নিরুল আলম ভূঞা ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছিল। এ ব‌্যাপা‌রে থানায় অপমৃত্যুর মামলা করা হ‌য়ে‌ছে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com