1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
শরীয়তপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

শরীয়তপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৬৪ বার পঠিত
শরীয়তপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

শরীয়তপুরে সখিপুর বাজারে পক্স রোগে আক্রান্ত গরুর মাংস বিক্রি করায় পাঁচ মাংস ব্যবসায়ী জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ২ টার দিকে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করা হয়।

এসময় প্রত্যেক মাংস ব্যবসায়ীকে ২ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম।

জরিমানাভুক্তরা ব্যবসায়ীরা হলেন,মিলন সরদার(২৮), শাহালম আলম তপদার (৩৮),শাহালম সরদার(৪৪), ওবায়দুল ইসলাম (৩৫), নুরআলম তপদার(৩৪)।

উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জানান,

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারের তিনটি দোকানে পক্সে আক্রান্ত গরু জবাই করে তিনটি মাংস বিতানে মাংস বিক্রি করার অভযোগে পাওয়া যায়।

পরে সখিপুর থানার পুলিশ ঐ পাঁচজকে আটক করে উপজেলা নিয়ে আসলে তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের

ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯ এর ধারা অনুযায়ী ২ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় ১ মন মাংস জব্দ করে তা মাটি চাপা দেয়া হয়।

তিনি আরো বলেন,

আগামীকাল কোরবানীর ঈদ উপলক্ষে আমরা বাজারে মনিটরিং করছি। যানবাহনের লাইসেন্স বিহীন পেলেই জরিমানা করছি।

আর বাজারে নিত্যপ্রয়োজনী পন্যের দাম বেশি বিক্রি করলেও জরিমানা করছি। আর অসুস্থ গরুর মাংস খেলে মানুষের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হবে।

আর তাই আজকে তাদেরকে সতর্ক করা হলো।পরের্তিতে কেউ যাদি অসুস্থ গরুর মাংস বিক্রি করার চেষ্টা করে তাহলে আরোও কঠোর শাস্তি দেয়া হবে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com