লালমনিরহাটে আদিতমারী উপজেলায় রাশেদুল ইসলাম রাশেদ নামে এক চালককে জবাই করে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে চম্পট দিয়েছে দুর্বৃত্তরা।
রাশেদুল ইসলাম রাশেদ উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা বালাপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,
সোমবার সকালে স্থানীয়রা সারপুকুর ইউনিয়নের ডাকাত পাড়া ব্রীজের নিচে স্বর্ণামতি নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণসহ অভিযুক্তদের সনাক্তে কাজ করছে পুলিশ। আঘাতের চিহ্ণ দেখে ধারণা করা হচ্ছে রিকশা ছিনতাই করতে এ হত্যাকাণ্ড হতে পারে।
আরও পড়ুন :