বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ঝিরি পার হবার সময় ভেসে যাওয়া মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ৩১ আগস্ট সন্ধ্যায় উপজেলার নোয়াংপতং ইউনিয়নের তৈচ্ছা ঝিরিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টিতে পাহাড়ে জুমের কাজ শেষে বাড়ি ফেরার পথে তৈচ্ছা ঝিরি পার হবার সময় পা পিছলে মা মাহ্লা খেয়াং (৪২) ও মেয়ে মানু খেয়াং (১৬) পানিতে ভেসে যান।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের খোঁজাখুঁজি করে এবং পুলিশকে খবর দেয়।
পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় রাতে মেয়ে মানু খেয়াং এর মরদেহ উদ্ধার করা হয়।
রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার ১ সেপ্টেম্বর দুপুরে পুলিশ,
সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় মা মাহ্লা খেয়াং এর মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন :