রিকশাচালক সেজে যাত্রীর মালামাল চুরির ঘটনায় মো. আ. রাজ্জাক নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
বুধবার (৩০ আগস্ট) রাতে রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশের টহল দল।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রতারক আ. রাজ্জাক রিকশায় মালামাল নিয়ে ওঠা যাত্রীদের রিকশা নষ্ট হওয়া কথা বলে যাত্রীকে রিকশা থেকে নামতে বলে।
যাত্রী রিকশা থেকে নামলে চক্রের অন্য সদস্যরা তার সঙ্গে তর্ক বিতর্ক এমনকি মারামারিতে লিপ্ত হয়।
এই সুযোগে সে মালামাল চুরি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
তিনি আরও জানান, সে রিকশার যাত্রীদের মালামাল প্রতারণার মাধ্যমে চুরি করা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য।
এ ঘটনায় আ. রাজ্জাকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন :