1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত
nan tv

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন রাজধানীর উত্তরায় পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর সকালে বাসটিতে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে যায়।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছিল বিএনপি ও তাদের সমমনা দলগুলো।

শেষে তাদের দাবি এক দফায় পরিণত হয়।

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি।

মহাসমাবেশ শুরুর কিছু সময় পর পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন পুলিশসহ অনেকে।

মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর সেদিনই হরতাল ডাকে বিএনপি।

গত রবিবার হরতাল পালন শেষে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

পরদিন জামায়াতের পক্ষ থেকেও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

অবরোধের প্রথম দুই দিন রাজধানীতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া ঘটনা ঘটে। শেষ দিনের শুরুতে আরও একটি আগুন জ্বালিয়ে দেওয়া হলো।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন,

পরিস্থান পরিবহন নামের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বাসে আগুন দেওয়ার তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

তারা বাসটির আগুন নেভায়।

আরো পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com