রাজধানীতে ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে চারজন শিক্ষার্থী মদপান করে মাতলামি করার সময় তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশ। এরপর তাদের নামে মাদক মামলা দায়ের করা হয়।
প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয় তাদের। এরপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তরুণ কুমার অধিকারী জানান, খবর পেয়ে ধানমন্ডি লেকের পাড়ে তারা যান।
সেখানে গিয়ে দেখা যায় চারজন মদপান করে মাতলামি করছে। অকথ্য ভাষায় লোকজনকে গালিগালাজ করছে।
এমন অবস্থায় এলাকার লোকজন তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডী থানার ডিউটি অফিসার নাম প্রকাশ না করার শর্তে জানান,
ওই চার শিক্ষার্থীর নামে মাদক মামলা দায়ের করা হয়েছে। তারা শিক্ষার্থী। তাদের নাম আমির খুসরু নিলয়, মো. সাইমর রহমান, মোছা. মিমু চৌধুরী ও জেরিন হোসেন জয়ী।
আরও পড়ুন :