রাজধানীতে সকাল থেকেই বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ দেখা গেছে। দুপুরের আগ দিয়ে নেমেছে বৃষ্টি। কোথাও কোথাও ঝুম বৃষ্টি হতেও দেখা গেছে।
এ বৃষ্টি কতক্ষণ থাকতে পারে তা জানিয়েছে আবহাওয়া অফিস।
‘শুধু ঢাকা নয় সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুইদিন এ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
রাজধানীতে কত সময় বৃষ্টি থাকতে পারে এ প্রশ্নের উত্তরে তিনি জানান,
দিনের বাকী সময় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি। তবে দুই এক ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রোদের দেখাও মিলতে পারে দিনের শেষ ভাগে।
এদিকে রাজধানীর মহাখালী, শাহবাগসহ বিভিন্ন এলাকায় দুপুর হতে বৃষ্টি নামতে দেখা গেছে। কিছু কিছু এলাকায় ঝুম বৃষ্টি নেমেছে।
এখনো বিভিন্ন স্থানে বৃষ্টি রয়েছে। আবহাওয়া অফিস জানায়, আগামী দুইদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। পাশাপাশি দেশে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হয়ে যেতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান,
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর,
রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ফেনী, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ
রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে বলেও জানান হাফিজুর রহমান।
আরও পড়ুন :