রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে এলাকায় ট্রেনের ধাক্কায় তিতাস গ্যাসের অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় তেজগাঁও রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম- আব্দুল হাকিম (৬৭)। তিনি তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ার জয়নাল আবেদিনের ছেলে।
রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস বলেন, তেজগাঁও রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন :