রাঙামাটি লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে আবারও আগুনে পুড়ে ছাই হয়েছে ছোট বড় ১৪টি দোকান ও ৩টি বসতঘর। আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি বলে জানান ক্ষতিগ্রস্তরা।
সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাত প্রায় ৪টার সময় বাজারে মামুনের ফার্নিচারের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে কাজ করে স্থানীয়রা, পরে যোগ দেয় ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও আনসার।
রাঙামাটি বাইট্টাপাড়া বাজার কমিটির সভাপতি সৌরভ জানিয়েছেন, আগুনে বাজারের প্রায় ৩ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা হচ্ছে।
এতে বাজারের ছোট বড় ১৪টি দোকান ও ৩টি বসতবাড়ি সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে।
যার মধ্যে মুদির দোকান ২টি, কুকারীজ ২টি, ভেরাইটিজের ১টি, চায়ের দোকান ১টি, ফার্নিচারের ৮টি দোকান রয়েছে।
লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেলিম বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা ঘটনা স্থলে আসি, বিদ্যুতের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে,
প্রায় ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং ১ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
আরও পড়ুন :