বায়েজিদ বোস্তামী থানাধীন মোহাম্মদ নগর ২ নং রোডস্থ একটি নির্মাণাধীন ভবনের মালামাল চুরির ঘটনায় তদন্তে প্রাপ্ত ৩ জন চোর ও জেনেশুনে চোরাই মালামাল ক্রয়ের অভিযোগে আরো ২ জনসহ মোট গ্রেফতার ৫ ও চোরাই মালামাল উদ্ধার। ধন্যবাদ এসআই জাকির, এএসআই জোবায়েরসহ সংশ্লিষ্ট সবাইকে।
গ্রেফতারকৃতরা হলেন : ১)সাদ্দাম (২৪), ২) সোহেল(২৬), ৩) রুবেল(২৩), ৪) শাহ আলম(৩৫) ও ৫) মনির(৩২)।