রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুনে অন্তত ১৮টি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে মার্কেটের সামনের অংশে ৯টি ও ভেতরে ৯টি দোকান রয়েছে।
প্রায় ছয় ঘণ্টা হলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
পাশাপাশি যোগ দিয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, সেনা, বিমান ও নৌবাহিনী।
ভয়াবহ এই আগুনে আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স,
মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স, মা জুয়েলার্স নামের দোকানগুলো পুড়ে গেছে।
এদিকে স্বর্ণের দোকান ছাড়াও আরও শত শত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্বর্ণের দোকান ছাড়াও মার্কেটটিতে কাপড়,
প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকান ছিল। আগুনে এসব দোকানও পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সাংবাদিকদের জানান,
রাত পৌনে ৪টায় আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩টা ৫২ মিনিটে। প্রথমে ৭টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে দেয়া হয়।
আরও পড়ুন :