1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
মায়ের বকায় আত্মহত্যা করলেন মেয়ে — Nobanno TV
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

মায়ের বকায় আত্মহত্যা করলেন মেয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১২৫ বার পঠিত

রাজধানীর কদমতলী থানার জনতাবাগ এলাকায় আয়েশা আলী (১২) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বাবা-মায়ের ধারণা, মোবাইলে ব্যস্ত থাকা নিয়ে বকাঝকা করায় অভিমান করে সে গলায় ফাঁস দিয়েছে।

রবিবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আয়েশা শেরেবাংলা আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সে কদমতলীর জনতাবাগে বাবা-মায়ের সঙ্গে থাকত। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

মৃতের বাবা বরকত আলী বলেন, শনিবার ইফতারের আগমুহূর্তে সে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। তখন তার মা বকাঝকা করে তাকে ইফতার তৈরিতে সহযোগিতা করতে বলে।

এরপর সে অভিমান করে বাথরুমে গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। এরপর পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত আছে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com