মানবিক সাহায্যের আবেদন। নারায়ণগঞ্জ ফতুল্লা থানার পূর্ব ইসদাইর ,রসুল বাগ এর বাসিন্দা আব্দুর রহিম এর কন্যা
এবং ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাবিহা সারা কথা (১২)দুরারোগ্য অ্যাপলাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত। বর্তমনে ঢাকা মিডফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুরারোগ্য অ্যাপলাস্টিক অ্যানিমিয়া চিকিৎসায় প্রায় ২০ (বিশ) লক্ষ টাকার উপরে খরচ হবে। দরিদ্র পিতা আব্দুর রহিম পক্ষে এত টাকা দিয়ে সন্তানের চিকিৎসা করানো সম্ভব নয়।
একজন মেধাবী ছাত্রী সাবিহা সারা কথার জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি আকুল আবেদন
জানিয়েছেন সাবিহা সারা কথার হত দরিদ্র পিতা আব্দুর রহিম । মানবিকতাকে নাড়া দিয়ে ০১৯২২৬৯৫১৫৮ (বিকাশ/নগদ) যোগাযোগ ও সাহায্য পাঠাতে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।
আরও পড়ুন :