ময়মনসিংহে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ ৬ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে মহানগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- বাসার মালিক নজরুল ইসলাম (৩৩) ও তার নাতি সোয়াদ (১০), শ্রমিক বিল্লাল হোসেন (৪০), সাদ্দাম হোসেন (৪০), সোয়াইব (৪০), সাব্বির (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকার বাসিন্দা প্রকৌশলী নজরুল ইসলাম শনিবার তার নতুন বাসায় উঠার জন্য বাসা বদল করছিলেন।
বিকেলে মিস্ত্রি গ্যাসের চুলা স্থাপনের সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে বাসার মালিক নজরুল ইসলাম ও এক শিশুসহ ৬ জন দগ্ধ হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন: বিচারের নামে যুবককে ঝুলিয়ে ইউপি মেম্বারের নির্যাতন, ভিডিও ভাইরাল
চিকিৎসক জানিয়েছেন, একজন বাদে বাকিদের অবস্থা ভালো। তেমন একটা দগ্ধ নেই।
আরও পড়ুন :