রাজধানীর বায়তুল মোকাররমে স্বর্ণের মার্কেটের নিচে একটি ফাস্টফুডের দোকানে শনিবার মধ্যরাতে আগ্নিকাণ্ড হয়েছে।
দিবাগত রাত পৌনে ২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গ্রামীণ সুইটমিট বেকারি অ্যান্ড ফুডস লি. নামে একটি দোকানে আগুন লাগে। রাত ১টা ৪৯ মিনিটে আমরা খবর পাই।
পরে দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।’
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আগুন বেশি ছড়াতে পারেনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করা হচ্ছে।’
আরও পড়ুন: