1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ভূঞাপুরে আ.লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশের প্রস্তুতিসভা অনুষ্ঠিত — Nobanno TV
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

ভূঞাপুরে আ.লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

হাদী চকদার
  • আপডেট সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ বার পঠিত
ভূঞাপুরে আ.লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে আগামী ৬ অক্টোবর উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে “উন্নয়ন ও শান্তি সমাবেশ” সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার মিম শপিং সেন্টারের মিলনায়তনে সাহিনুল ইসলাম তরফদার বাদলের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি,

পৌর মেয়র ও টাঙ্গাইল-২ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে এ প্রস্তুতিসভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি,

গাবসারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, নিকরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ,

প্যানেল চেয়ারম্যান নুর আলম মন্ডল নুহু, গোবিন্দাসী সাবেক চেয়ারম্যান ইকরাম উদ্দিন তারা মৃধা,

সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন জি.এস, পৌর আওয়ামীলীগ সভাপতি বাছেদ মন্ডল,

বাজার বনিক সমিতির সাবেক সভাপতি নুরুজ্জামান চকদার সহ ভূঞাপুর উপজেলা,

ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় দইশত নেতাকর্মী।

উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত বক্তারা বলেন,

আগামী ৬ অক্টোবর টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নেতৃত্বে

ভূঞাপুরে আওয়ামীলীগের “উন্নয়ন ও শান্তি সমাবেশ” সফল করার লক্ষ্যে ভূঞাপুরের রাজপথ জনসমুদ্রে পরিণত করা হবে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com