নরসিংদীর রায়পুরা উপজেলা ও পৌর বিএনপি এর উদ্যোগে জাতীয়বাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী-৫আসনের ধানে শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিকারী ও কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর নেতৃত্বে
সমাবেশে রায়পুরা উপজেলা ও পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল,তাঁতীদল,শ্রমিকদল,মৎস্যজীবিদল,মহিলা দল সহ
সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন,
সিনিয়র সহসভাপতি আহসান উল্লাহ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,
পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রকৌশলী ফরিদ উদ্দিন ও ক্রীড়া সম্পাদক আব্দুল বাতেন,
উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও উপজেলা যুবদল সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক,
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সেন্টু,উপজেলা বিএনপি নেতা উসমান মিয়া,
যুবদল সাবেক আহবায়ক আমজাদ হোসেন আলতাফ,যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির ভূঁইয়া,
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হান্নান মোল্লা ও সাধারন সম্পাদক আক্তার হোসেন,
মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ ও মহিলা নেত্রী মোসুমী রুপা, হাবিবুর রহমান শাহীন,
আলকাছ উদ্দিন,পৌর যুবদল আহবায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব এস এম সুমন নেওয়াজ,
ছাত্রদল নেতা সোহেল রানা, নাহিদ আব্বাস, সামসুর রহমান,শরীফ মাহমুদ,মাসুম কিবরিয়া, সুলতান উদ্দিন টিপু,
মনিরুজ্জামান শান্ত ও এলামুল হক বাপ্পী সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন,
বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্রের প্রতিষ্টা করেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান।
ভারতের তাবেদারী বন্ধ করতে বিএনপি প্রতিষ্ঠা করেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ।
ভারতের তাবেদারা লুটপাট করতে দেশ নেত্রী ৩বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ দেশের বড় বড় আলেমদেরকে জেলে আটকে রেখেছেন,
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এর নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে
ভোট চোর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে।
বিএনপির নেতাকর্মীদের অন্যায় ভাবে মামলা দিয়ে হয়রানী করা হয়েছে।
বিএনপির কোন নেতাকর্মীদেরকে অন্যায় ভাবে হয়রানী করা যাবে না, এখন থেকে সাথে সাথে পাল্টা জবাব দেওয়া হবে,
অন্যায় কারীদেরকে আর কাউকে ছাড় দেওয়া হবে না,
অন্যায়ের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তুলার জন্য বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবন্ধভাবে কাজ করার আহবান জানান।