নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানসহ সকল আসামি। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় তার বড় ভাই অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রথমে ৭ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। ওই মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নাম ছিল না। পরে জাকির খানসহ ৮ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ৫২ জন সাক্ষীর মধ্যে ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ সকালে আদালত জাকির খানসহ সকল আসামিকে বেকসুর দেন আদালত।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির জানান, আদালতে কোনো সাক্ষীর সাক্ষ্যতে জাকির খানসহ আসামিদের সম্পৃক্ততা প্রমাণ হয়নি। যে কারণে আদালত জাকির খানসহ সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।
এদিকে জাকির খানসহ সকল আসামি বেকসুর খালাস পাওয়ার খবরে আদালত পাড়ায় আনন্দ মিছিল করছেন জাকির খানের অনুগামী নেতাকর্মীরা। মামলার শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে মিছিল সহকারে আদালতপাড়ায় জড়ো হন হাজির খানের কয়েক হাজার সমর্থক।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বমোট ৩৩টি মামলা আদালতে বিচারাধীন ছিল। এর মধ্যে ৩০টি মামলায় ইতোমধ্যে খালাস পেয়েছিলেন জাকির খান। বাকি তিনটি মামলার মধ্যে দুটিতে জামিনে আছেন তিনি। নারায়ণগঞ্জের ব্যাবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় খালাস পাবার পর তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।