1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বুধবার থেকে সারাদেশে ৪ দিন কম থাকবে গ্যাস সরবরাহ — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

বুধবার থেকে সারাদেশে ৪ দিন কম থাকবে গ্যাস সরবরাহ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ বার পঠিত

নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (৪ জানুয়ারি () সকাল ৯টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সারাদেশে গ্যাস সরবরাহ সাময়িক হ্রাস ও স্বল্প চাপ বিরাজ করবে। মহেশখালীতে থাকা এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে মোট ৭২ ঘণ্টা আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। ফলে এ সংকট তৈরি হচ্ছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য ‘দুঃখ’ প্রকাশ করেছে পেট্রোবাংলা। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীতে এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রি-গ্যাসিফিকেশন ইউনিট) ১ জানুয়ারি বুধবার সকাল ৯টা থেকে ৪ জানুয়ারি শনিবার সকাল ৯টা পর্যন্ত একটানা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে। ফলে গ্যাসের সরবরাহ হ্রাস পাবে এবং দেশের সর্বত্র সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

বর্তমানে দেশে প্রতিদিন থেকে ২৭০০ থেকে ২৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এরমধ্যে সাগরে ভাসমান দুটি এফএসআরইউ থেকে আসে প্রায় ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি এফএসআরইউ বন্ধ থাকলেও আরেকটি টার্মিনাল দিয়ে দিনে ৫৭০ থেকে ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। অর্থাৎ, সরবরাহ কমবে ১৫০-১৮০ মিলিয়ন ঘনফুট। অন্যান্য খাতে দৈনিক প্রায় ৫০-৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমায় দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com