1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বিএনপি করায় স্বামীকে তালাক দিলেন স্ত্রী — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

বিএনপি করায় স্বামীকে তালাক দিলেন স্ত্রী

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বার পঠিত
বিএনপি করায় স্বামীকে তালাক দিলেন স্ত্রী

ঢাকার সাভারে স্বামী বিএনপি রাজনীতি করায় তালাকের ঘোষণা দিয়েছেন এক নারী। সেইসঙ্গে তাকে মারধর করার অভিযোগে থানায় অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সাভার মডেল থানায় এসে স্বামী ফরহাদ মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন স্ত্রী রহিমা বেগম।

ভুক্তভোগী রহিমা বেগম (৪৩) সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মো. শাহজাহানের মেয়ে।

অভিযুক্ত ফরহাদ মিয়া (৫৫) মানিকগঞ্জের সিংগাইর থানার খাসিরচর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে।

নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান দাবি করে ভুক্তভোগী রহিমা বেগম বলেন,

‘আমার স্বামী ফরহাদ বিএনপির মিছিলে যায়। তার লাইগা আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগের সন্তান।

আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আওয়ামী লীগ করতো। আমি এ কারণে তাকে ডিভোর্স দিয়ে দিলাম। তার সঙ্গে আমি সংসার করবো না।’

তিনি আরও বলেন, ‘(স্বামী ফরহাদ) আমার ওপর অনেক নির্যাতন, অত্যাচার করছে। আমাকে প্রচুর মারধর করছে। বিএনপির মিছিলে যাইতে মানা করছি দেখে এমন অত্যাচার করছে।’

তবে এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী ফরহাদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জানা গেছে, ২০ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

সাভার মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ বলেন, ‘ভুক্তভোগীর স্বামী বিএনপি করেন, নেশা করেন এবং নেশার টাকা না পেলে ওনাকে মারধর করেন।

এ বিষয়ে অভিযোগ দিতে তিনি পুলিশ সুপারের কাছে গিয়েছিলেন। আজ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।’

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com