খুলনা বিভাগের বিএনপির রোড মার্চে যশোরে পথসভায় মানুষের ঢল নেমেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) যশোর-খুলনা মহাসড়কের মুড়লি মোড় লোকারণ্য হয়ে যায়।
সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।
বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে সেখানে জড়ো হন তারা।
এছাড়াও বিভিন্ন ব্যানার ও স্লোগানের মাধ্যমে খন্ড খন্ড মিছিল সহকারেও অনুষ্ঠানস্থলে যোগ দিতে দেখা গেছে।
এদিকে কিছু সমযের মধ্যে যশোরে পথসভায় উপস্থিত হবে বিএনপির কেন্দ্রী নেতৃবৃন্দ।
যশোর কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য আমিন উদ্দিন বলের, যেভাবে দ্রব্যমূল্য বেড়েছে তাতে জনগণের কষ্ট হচ্ছে।
এ সরকারের আমলে জনগণের ভাতের অধিকার নেই, ভোটের অধিকার নেই। আছে লুটপাট।
বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,
‘বেগম খালেদা জিয়া মানে গণতন্ত্র, আর গণতন্ত্র মানে বেগম খালেদা জিয়’। তার মুক্তি আর গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা।
তাই গণতন্ত্রের নেত্রীকে বন্দি রেখে কোন ভাবে গণতন্ত্রের মুক্তি সম্ভব না।
তিনি আরো বলেন, এখন দরকার সুষ্ঠু অবাধ নির্বাচন। যার যার ভোট সে সে দিবে। সকালের ভোট রাতে হবে না।
সেখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। যেখানে মানুষের ভোটধিকার থাকবে। আমরা উন্নয়নের বিপক্ষে নই।
উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট, বিদেশে টাকা পাচার করেছে আওয়ামী লীগ।
এসময় কেন্দ্র ঘোষিত রোডমার্চে যোগ দেয় হাজার হাজার মানুষ। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল।
সকাল থেকেই রোডমার্চের উদ্দেশে মুড়লি মোড়ে মিছিল নিয়ে দলে দলে জড়ো হন নেতাকর্মীরা।