1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বাংলাদেশকে কেউ অপমান করলে তা আমরা সহ্য করবো না: আইনমন্ত্রী আনিসুল — Nobanno TV
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

বাংলাদেশকে কেউ অপমান করলে তা আমরা সহ্য করবো না: আইনমন্ত্রী আনিসুল

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ বার পঠিত
বাংলাদেশকে কেউ অপমান করলে তা আমরা সহ্য করবো না: আইনমন্ত্রী আনিসুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

সবাইকে আইন মেনে চলতে হবে।

বাংলাদেশকে কেউ অপমান করলে তা আমরা সহ্য করবো না।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জাজিয়ারা মহা শ্মশান মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার জন্মদিনে কেক না কেটে শিশু দিবস পালন করে অনাথ এতিম শিশুদের মুখে ভালো খাবার তুলে দিয়েছেন।

তিনি বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকীতে গৃহহীনদের মাঝে ঘর উপহার দিয়েছেন।

জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ঘোষণা দিয়েছেন দেশের সকল গৃহহীনদের ঘর দিয়ে দেবেন।

বর্তমানে দেশে মাত্র ত্রিশ হাজার মানুষ গৃহহীন আছে। তাদেরও গৃহনির্মাণ করে গৃহদান করা হবে।

এতেই আমরা বুঝি এই সরকার সাধারণ মানুষের জন্য কাজ করে।

পদ্মা সেতু নির্মাণ নিয়ে মন্ত্রী বলেন, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের টাকায় পদ্মাসেতু তৈরি করেছেন।

বিশ্ব ব্যাংকের টাকা আমরা নেইনি তাদের ষড়যন্ত্রের কারণে।

তারা সেতু নির্মাণের আগেই বলেছে যে পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি হয়েছে।

অথচ কানাডা হাইকোর্ট তার রায়ে বলেছেন পদ্মা সেতু নির্মান প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়নি।

এই ষড়যন্ত্রে ড. ইউনুছকে ইঙ্গিত করে তিনি বলেন, তিনি গ্রামীন ফোনের লাইসেন্স নিয়ে ব্যবসা করেছেন, কর ফাঁকি দিয়েছেন, শ্রমিকের টাকা আত্মসাত করেছেন।

শ্রমিকরা মামলা করেছে। তার বিরুদ্ধে দুদক মামলা করেছে।

ড. ইউনুছ বাংলাদেশে সঠিক বিচার হয় না বলে তদবীর করে তার পক্ষে বিশ্বের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি থেকে বিবৃতি এনে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন।

অথচ আপনারা জানেন বঙ্গবন্ধু হত্যা মামলার কার্যক্রম আমরা ইচ্ছে করলে বিশেষ আদালতে বিচার করতে পারতাম।

আমরা যেভাবে সাধারণ মানুষের বিচার হয় ওই ভাবেই আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যক্রম করেছি। রাষ্ট্র কোনো পক্ষপাতিত্ব করেনি।

উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) সনজীব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন,

কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মো. আজহারুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল,

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকী, জেলা পরিষদ সদস্য মো. আব্দুল আজিজ ও জেলা পরিষদ মহিলা সদস্য রুমানুল ফেরদৌসী।

স্বাগত বক্তব্য রাখেন কুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ছাইদুর রহমান স্বপন।

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহম্মেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন কুটি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ পদ সাহা।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com