বরগুনার বামনায় ফাতেমা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ হত্যার পর ডাকাতির অভিযোগ উঠেছে। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামের ৩নং ওয়ার্ডের জোয়াদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম উপজেলার জোয়াদ্দার বাড়ির খোরশেদ জোয়াদ্দারের স্ত্রী।
শতবর্ষী খোরশেদ জোয়াদ্দার জানান, রাতে দুজন লোক ঘরে ঢুকে মূল্যবান মালামাল হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় তার স্ত্রী বাধা দিলে ডাকাত সদস্যরা তাকে মেরে ফেলে।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, ‘ঘটনার সময় খোরশেদ জোয়াদ্দার ও তার স্ত্রী ফাতেমা বেগম বাড়িতে ছিলেন। খোরশেদ জোয়াদ্দারের বয়স ১০০ বছরেরও বেশি। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়ায় তিনি সুস্পষ্ট তথ্য দিতে পারছেন না। তাছাড়া তার দৃষ্টিশক্তি ও অনেক কমে গেছে। তারপরও তিনি ঘরে দুজন লোককে আসতে দেখেন।
ওসি আরও বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমরা ফাতেমা বেগমের মরদেহ উদ্ধার করেছি। ঘরের মালামাল এলোমেলো থাকার পাশাপাশি বৃদ্ধ ফাতেমা বেগমের গলায় আমরা আঘাতের চিহ্ন পেয়েছি।
তবে ধারণা করা হচ্ছে, চোর কিংবা ডাকাত; যারাই হোক না কেন- ফাতেমা বেগম তাদের চিনে ফেলেন। এজন্য তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।