1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ফেনী জেলা কারাগার: কারাবন্দীসহ ৪০০ জনকে খাদ্যসহায়তা দিচ্ছে বিজিবি — Nobanno TV
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

ফেনী জেলা কারাগার: কারাবন্দীসহ ৪০০ জনকে খাদ্যসহায়তা দিচ্ছে বিজিবি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬১ বার পঠিত

আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ফেনী জেলা কারাগারের সবকিছু। বিপর্যস্ত কারাগারে দেখা দিয়েছে খাদ্য সংকটসহ মানবিক বিপর্যয়। গতকাল থেকে নেই কোনো খাবারের ব্যবস্থা।

এমন মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কারাগারের স্টাফসহ ৪০০ কারাবন্দীকে খাদ্য সহায়তা দিচ্ছে বিজিবি।

শনিবার (২৪ আগস্ট) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বন্যার পানিতে ফেনী জেলা কারাগারের রান্নাঘরসহ সবকিছু তলিয়ে গেছে। গতকাল দুপুর থেকে কোনো খাবারের ব্যবস্থা করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিজিবির উদ্যোগে গতকাল রাত থেকে কারাগারের স্টাফসহ ৪০০ জন কারাবন্দীকে রান্না করা খাবারসহ বিভিন্ন প্রকার শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

উল্লেখ্য, যতদিন পর্যন্ত এ বিপর্যয় না কাটে ততদিন পর্যন্ত ফেনী কারাগারে বিজিবির এই খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

নবান্ন টিভি  

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com