রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে পথচারী পারাপারে নতুন ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে।
নতুন পদব্রিজ পেয়ে পথচারীরা আনন্দিত। কিন্তু তারপরেও হকারদের দখলে চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা।
রোববার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ৩৫ মিনিটে এই ফুটওভার ব্রিজ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ আরও অনেকে। এরপর এটি পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়।
একটি বহুজাতিক আইটি সংস্থার ডেভেলপার মোসাদ্দেক বলেন, ‘পদব্রিজটি দীর্ঘদিন পর চালু হওয়ায় ভালো লাগছে।
নিরাপত্তার জন্য এখানে সিসি ক্যামেরাও লাগানো আছে। এটা আমাদের পথচারীদের জীবন ও জীবিকার নিরাপত্তা দেবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘ফার্মগেটে দৃষ্টিনন্দন পদব্রিজটি পথচারীদের জন্য খুলে দেওয়া হয়েছে।
আমরা প্রায়ই দেখেছি যে, সরকারি বিভিন্ন প্রকল্প চালু হলে তা কয়েকদিনের মধ্যেই হকারদের দখলে চলে যায়।
নতুন ওভার ব্রিজও তাদের চলে যাবে না- তার নিশ্চয়তা নেই। এ ব্যাপারে যথেষ্ট আশঙ্কা রয়েছে।’
আরও পড়ুন :