সুনামগঞ্জের তাহিরপুরের এক প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সুজন মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার এসআই পংকজ দাশ।
তিনি জানান, পুলিশের প্রাথমিক তদন্তের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
এরআগে গত বুধবার (২ এপ্রিল) ভিকটিম কিশোরীর (১৫) মা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত সুজন মিয়া (২৩) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বাগগাঁওগ্রামের শফিক মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ১ এপ্রিল রাতে ওই প্রতিবন্ধী কিশোরী রান্নাঘর থেকে হাত ধোয়ার জন্য ঘরের পাশে টিউবওয়েল যায়। সেখানে সুজন মিয়া কিশোরীর মুখ চেপে ধরে বাড়ির পাশে আখক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করেন।
পরে পরিবারের সদস্যরা ওই কিশোরীকে বাড়ির আশপাশে খুঁজতে বের হন। সুজন মিয়া তা টের পেয়ে কিশোরকে আখক্ষেতে ফেলে রেখে পালিয়ে যান। এ ব্যাপারে কিশোরীর স্বজনরা সুজন মিয়াকে আসামি করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।