রাজবাড়ীতে পোড়াদহ গামী শাটল ট্রেনে কাটা পড়ে বাবুল হোসেন (৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাবুপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাবুল হোসেন চন্দনী ইউনিয়নের জোকাই গ্রামের কয়াত শেখের ছেলে।
স্থানীয়রা বলেন, সকাল ৮টার দিকে রাজবাড়ী থেকে পোড়াদহগামী শাটল ট্রেন রাজবাড়ীর চন্দনী ইউনিয়নের জোকাই গ্রাম এলাকায় পৌঁছালে বাবুল ট্রেনে কাটা পড়ে মারা যায়।
চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব বলেন, আমার জানামতে ছেলেটির সংসারে পারিবারিক অশান্তি ছিল।
মানুষ বলাবলি করছেন বাবুল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমনাথ বসু বলেন,
বাবুল হোসেন নামে এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে।
সে আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।
নিহতের মরদেহ সুরতহাল করে মর্গে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন :