1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পিরোজপুরে আবাসিক হোটেল থেকে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার — Nobanno TV
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

পিরোজপুরে আবাসিক হোটেল থেকে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৬৮ বার পঠিত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি আবাসিক হোটেল থেকে ইদ্রিস (৫২) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হোটেলের দ্বিতীয় তলার ৩২ নং একটি ডাবল বেডের রুমের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইদ্রিসের বাড়ী উপজেলার সোহাগদল গ্রামের ৫নং ওয়ার্ডে। তিনি ওই ওয়ার্ডের মৃত আব্দুর রউফের বড় ছেলে। উপজেলার মিয়ারহাটে তার দু’টি গার্মেন্টেসের দোকান রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দিয়ে পোস্টমার্টেমের জন্য পিরোজপুর মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে।

হোটেলের ম্যানেজার জুয়েল জানান, গত ২২ মে বিকেলে তার হোটেলে ওঠে দুইজনের থাকার কথা বলে। তিনি একটি ডাবল রুমের বেড ভাড়া নেন। হোটেলে প্রতিদিন সন্ধ্যার পরে ভাড়া নিতেন ম্যানেজার জুয়েল। ২৩ মে সন্ধ্যার পরে তিনি রুমের ভাড়ার জন্য দরজায় নক করেন। এসময় ভিতর থেকে কোন সাড়া না পেয়ে চলে যান। ২৪ মে (শুক্রবার) সকালে রুমে গিয়ে দরজায় নক করলে তখনো তিনি কোন সাড়া দিচ্ছিল না। এসময় জোড়ে দরজা ধাক্কা দিলে একটু ফাকা হয়ে যায়। তখন বাহির থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

দোকানের কর্মচারি ও পরিবার সূত্রে জানা গেছে, ইদ্রিস মিয়া গত ২২ মে রাতে দোকান থেকে বিদায় নিয়ে বের হয়েছেন। পরে গত ২৩ মে রাতে তারা ইদ্রিসের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও ফোন বন্ধ পেয়েছেন।

ইদ্রিসের স্ত্রী মাহমুদা জানান, ২২ মে সকালে বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তারপর দুইদিন পর্যন্ত রাতে বাসায় আসেনি। ২৪ মে সকালে জানতে পারি থানা সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত লাশ  উদ্ধার করা হয়েছে।

নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ. এম শাহীন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ পোষ্টমার্টেমের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে। তদন্ত চলছে। তদন্ত ছাড়া এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না ।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com