পরকীয়া প্রেমের টানে প্রেমিকার বাড়ি গিয়ে ধরা; পরে স্থানীয় মাতব্বরদের নির্দেশে প্রেমিকের গলায় জুতা পরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ পরকীয়া প্রেমিক যুগলকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
সকালে প্রেমিকা তার পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে। পুলিশ ওই মামলায় পরকীয়া প্রেমিককে জেলহাজতে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সলঙ্গা থানার তারটিয়া গ্রামের তাহাজের বাড়িতে।
স্থানীয়রা জানান, শনিবার রাত নয়টার দিকে সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের কসিমুদ্দিন আকন্দেও ছেলে বেলাল হোসেন (৫৫) তার পরকীয়া প্রেমিকা তাহাজের স্ত্রী ফাহিমা খাতুনের (৩২) ঘরে যায়।
পরে গ্রামবাসী টের পেয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে প্রেমিককে উত্তম-মধ্যম দেয়।
একপর্যায়ে গ্রাম্য মাতব্বর আহসান হাবিব, নুরুল হালিম, সাঈদ, সুবল, সেলিম, আলম, সোলাইমান,
এরশাদ আলী, সুজন খাইরুল ও রবিউল ইসলাম সামাজিক বিচারের নামে বেলাল হোসেনকে জুতার বাড়ি
ও হাত বেঁধে জুতার মালা পরিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রচারের নির্দেশ দেন।
পরে এলাকার একজন ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশকে বিষয়টি জানান।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, সংবাদ পেয়ে দুজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।
প্রেমিক বেলালকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। সকালে প্রেমিকা ফাহিমা খাতুন ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করলে বেলালকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এছাড়াও যারা জুতার মালা পরিয়েছে তাদের শনাক্ত করে আটক করা হবে।
আরও পড়ুন :