চাল ডাল তেলসহ নিত্য পণ্যের দাম কমানো, সংঘাতপূর্ণ রাজনীতির জনদুর্ভোগ বন্ধ করা এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবীতে
গতকাল সোমবার সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার উদ্যোগে নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে এক শোভাযাত্রার আয়োজন করা হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায় এর সভাপতিত্বে শোভাযাত্রা অনুষ্ঠানে বক্তব্য রাখেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,
কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা সুপদ সাহা, জেলা বাসদের আহবায়ক এড. মোবারক হোসেন,
শিক্ষক নেতা নাজমুল কবির, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী রাবেয়া খাতুন শান্তি, শিক্ষক নেতা সুভাষ দত্ত, বিশিষ্ট সমাজ সেবক সামসুল হুদা আনসারী,
সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সাহা প্রমুখ।
বক্তাগণ সকল ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের সমন্বয়ে মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের প্রতি উদার্থ আহবান জানান।
শোভাযাত্রাটি নরসিংদী প্রেস ক্লাব সম্মুখ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন :