1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতিকে প্রাণনাশের হুমকি — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতিকে প্রাণনাশের হুমকি

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতিকে প্রাণনাশের হুমকি

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনার পর সাংবাদিক আবদুস সালাম জীবনের নিরাপত্তা ও আইনগত সহায়তা চেয়ে সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন।

সাংবাদিক আবদুস সালাম নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের এই গভর্নিং বডির বর্তমান কমিটির দাতা সদস্য।

দীর্ঘ এক যুগ ধরে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডির কমিটিতে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটিরও সদস্য।

পেশাগত জীবনে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় বিশ বছর যাবত

ও এটিএন নিউজে এক যুগ ধরে নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

নারায়ণগঞ্জের সাংবাদিক নেতা আবদুস সালামের অভিযোগ, স্কুল ফান্ডের খরচের হিসাব চাওয়ায়

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য দেলোয়ারা বেগম মায়া তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

 

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে গভর্নিং বডির সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে

অনুষ্ঠিত দশম সভায় কমিটির সদস্য দেলায়ারা বেগম মায়া তাকে অকথ্য ভাষায় গালাগালসহ প্রাণনাশের হুমকি দেন।

 

এসময় কমিটির কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ দেলোয়ারা বেগম মায়াকে নিবৃত করার চেষ্টা করলে তিনি আরও উগ্র আচরণ শুরু করেন।

একপর্যায়ে গভর্নিং বডির সভাপতি সভাপতি চন্দন শীল সভা মুলতবি ঘোষণা করেন বলে জানান আবদুস সালাম।

 

হুমকির ব্যাপারে সাংবাদিক আবদুস সালাম বলেন,

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গভর্নিং বডির সভা শুরু হলে ফান্ডের গত ছয় মাসের খরচের হিসাবের বিষয়ে আমি প্রশ্ন তুলি।

এসময় কমিটির সদস্য দেলোয়ারা বেগম মায়া উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যের উপস্থিতিতেই আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন।

এসময় আমাকে সামাজিকভাবে হেয় করাসহ প্রাণনাশের হুমকিও দেন তিনি। তিনি আমাকে বলেন, ‘আপনাকে আমি দেখে নেব। আপনাকে মারতে কয়জন লাগবে?’

 

 

সাংবাদিক সালাম বলেন,

এ ঘটনায় আমি হতভম্ব, আতংকিত ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। নিজের নিরাপত্তার ব্যাপারেও আতংকিত বোধ করছি।

এ ঘটনার পর প্রয়োজনীয় আইনগত সহায়তা চেয়ে আমি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি।

আমার জীবনের উপর হুমকির বিষয়টি বিবেচনা করে আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

 

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুইয়া জানান,

আজকের সভায় অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনার কারণে গভর্নিং বডির সভাপতি সভা তাৎক্ষণিক মুলতবি ঘোষণা করেছেন।

 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন,

এস আই আলাউদ্দিন আল আজাদকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com