নারায়ণগঞ্জে বিপুল পরিমান মাদকের চালানসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার পাগলা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় আটককৃতদের ভাড়া বাসায় তল্লাশি করে ২৫০ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা ও ৪০০ পুরিয়া হেরোইন উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রামেল তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে ভাড়াটের আড়ালে মাদক ব্যবসা করে আসছে।
কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কাভার্ড ভ্যানের মাধ্যমে বিভিন্ন প্রকারের মাদক দ্রব্যের চালান এনে
ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে পাইকারি মূল্যে বিক্রি করে থাকে বলে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তিনি আরও জানান, ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
এ সময় মাদক নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন