1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
নারায়ণগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল প্রধান গ্রেফতার — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল প্রধান গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার পঠিত

জানা যায়, বন্দর থানাধীন বাগবাড়ী এলাকার আবুল প্রধানের কুখ্যাত ছেলে কামাল প্রধানের অপরাধের শেষ নেই। ভূমিদস্যুতা, জমিদখল, জাল দলিল সৃজন, বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ, ব্যাংকের ঋণ নিয়ে প্রতারণা এবং খোদ আদালতের সাথেও ব্যাংকের ভুয়া চালান নিয়ে প্রতারণা করেছে ধান্দাবাজ ও চান্দাবাজ কামাল।

ভুক্ত ভোগী সোহেল রানার ৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অর্থঋণ আদালত থেকে এক বছরের সাজা হয় কামালের। এই মামলায় গত বছর কামাল গ্রেফতার হলে জেলহাজতে ঢুকে আইনজীবীর মাধ্যমে ভুয়া আড়াই লাখ টাকার চালান দিয়ে জামিন নেয় আদালত থেকে। পরবর্তীতে প্রতারণার বিষয়টি আদালতের নজরে আসলে মামলার রায় বহাল রেখে ওয়ারেন্ট জারি করে। এছাড়াও আরেক ভুক্ত ভোগী মনিরুজ্জামান টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা করে আদালতে।

বিজ্ঞ আদালত কামালকে দোষি স্বাব্যস্ত করে আদালত ১ বছরের সাজা দেয়। রুবেল মিয়া নামে আরেক ব্যক্তি নারায়ণগঞ্জ আদালতে জমি ক্রয় বাবদ ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করলে ওয়ারেন্ট ইস্যু করে কামালের বিরুদ্ধে। এছাড়াও মাসুদুর রহমান দিপুর বিরুদ্ধে ভুয়া পত্রিকা ডিক্লারেশন নেই আজকের নীলকণ্ঠে মিথ্যা সংবাদ প্রকাশ করলে দিপু মানহানী মামলা করে আদালতে। মামলাটি বিচরাধীন রয়েছে এবং কামালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। হুমকী ধামকীসহ চরিত্র হরন করায় শাহআলম তালুকদার বিজ্ঞ আদালতে কামালর বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত কামালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। প্রতারক কামালের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নাশকতা ও বিষ্ফোরকের মামলা রয়েছে। আইয়ুব আলী বাবুর জমি দখলের অপচেষ্টায় মামলা করলে সেখানেও পলাতক কামাল। রিয়াজ উদ্দিনের ছেলেকে বিদেশে নেওয়ার কথা বলে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। বন্দর থানায় প্রসিকিউশন মামলা এবং আদালতে প্রতারণার মামলা দায়ের হলে সেই মামলায়ও ওয়ারেন্ট জারী করে। ১ ডজনের উপরে মামলা ও সাজাসহ ওয়ারেন্ট থাকলেও লম্পট কামাল দীর্ঘদিন কেরানীগঞ্জ কোন্ডায় আত্মগোপনে ছিলো। আত্মগোপনে থেকে ফেসবুক এবং জনসাধারণের কাছে বিদেশে আছে বলে প্রচার করে কিন্তু দেশে থেকেই প্রতারক কামাল প্রধান বিভিন্ন ফেসবুক ফেক আইডি খুলে বিভিন্ন মানুষকে এবং মামলার বাদী পক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানসম্মান ক্ষুন্ন করে যাচ্ছিলো। ভুয়া দৈনিক আজকের নীলকন্ঠের বিরুদ্ধে মামলা চলমান থাকায় এখন দৈনিক আলোকিত সম্প্রচার নামে আরেকটি ভুয়া পত্রিকা বের করে মানহানি করছে। যার ফলে ভুক্তভোগীরা ক্ষোদ্ধ হয়ে ওঠে। অবশেষে ৪ এপ্রিল সকাল ১১ টায় ফতুল্লা লঞ্চ ঘাট থেকে জনসাধারণ আটক করে ফতুল্লা থানায় হস্তান্তর করে। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পলাতক আসামী কামাল প্রধানকে ফতুল্লা থানা থেকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। ৫ এপ্রিল আসামীকে জেল হাজতে প্রেরণ করবে বলে থানা পুলিশ জানায়।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com