অবরোধকে ঘিরে নারায়ণগঞ্জে আড়াইহাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জে দুটি বাস ভাঙচুর করা হয়েছে।
এ সময় একজন পুলিশ সদস্যকে ঘিরে ধরেন বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মহাসড়ক অবরোধ ও মিছিল করে।
এ সময় বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।
এ সময় একটি বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করে অবরোধকারীরা।
অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আমির খসরু জানান,
অবরোধের নামে বিএনপি আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় গাড়ি ভাঙচুর,
রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে এবং বেশ কিছু পুলিশকে পিটিয়ে আহত করে।
যারা পুলিশের ওপরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন :