1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু — Nobanno TV
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২২০ বার পঠিত
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জে রূপগঞ্জের হোড়গাঁও এলাকায় পুকুরের পানিতে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (২৫ জুন) দুপুরের দিকে পুকুর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

মৃতদের মধ্যে দুজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- সুচনা আক্তার (১২) ও আফছানা আক্তার (১১)।

আরেকজনের নাম এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ১০ বছর বলে বলে ধারণা করা হচ্ছে।

রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির উপপরিদরর্শক (এসআই) মিজানুর রহমান বলেন,

‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান,

‘দুপুরে ভুলতার হোড়গাঁও এলাকায় একটি পুকুরে গোসল করতে নামেন তিন স্কুলছাত্রী। তিনজনই ডুবে যান। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন :

নবান্ন

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com