1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইফোনের জন্য অপহরণ-ধর্ষণের নাটক কলেজছাত্রীর, অতঃপর.. — Nobanno TV
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইফোনের জন্য অপহরণ-ধর্ষণের নাটক কলেজছাত্রীর, অতঃপর..

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩০ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইফোন কেনার টাকার জন্য নিজেই নিজের অপহরণ ও গণধর্ষণের নাটক সাজিয়েছে এক কলেজশিক্ষার্থী। বিষয়টি বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

তিনি জানান, সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই ছাত্রীর পরিবার রূপগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করে। ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং ভিকটিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নারায়ণগঞ্জ শহরের হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষার জন্য পাঠানো হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, ভুক্তভোগী ছাত্রী বেশ কিছুদিন ধরে একটি আইফোন কেনার জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইছিলেন। টাকা না পেয়ে দুই সহপাঠীর সহায়তায় অপহরণ ও গণধর্ষণের নাটক সাজানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থী নিজেই মাকে ফোন দিয়ে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে গণধর্ষণের হুমকি দেন।

পরদিন বুধবার পরিবার থেকে টাকা না পেয়ে বন্ধুদের মাধ্যমে তুষকা সিরাপ সংগ্রহ করে অর্ধেক পরিমাণ পান করেন এবং নিজেকে কলেজের পেছনে ফেলে রাখেন। এরপর পরিবারের কাছে ফোন দিয়ে জানান, যেহেতু টাকা দেননি, মেয়েকে কলেজের পেছনে ফেলে গেলাম।

এই ঘটনায় পুলিশ ওই শিক্ষার্থীর দুই সহপাঠীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ওসি তরিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com