নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার মধ্যরাতে দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রামে সাবেক সভাপতি আব্দুর রশিদের বাড়িতে এই গুলির ঘটনা ঘটে। তবে গুলির ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ২ রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিএনপি নেতা আব্দুর রশিদ জানান, গত রাত ১২টার দিকে তিনি নিজ ঘরে গিয়ে ঘুমাচ্ছিলেন। এরপর হঠাৎ গুলির শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। বাড়ির জানালার গ্লাস, ঘরের আলমারি ও দেয়ালে গুলি লাগে। এ সময় বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কিছু সময় পর তিনি জানালা দিয়ে দেখতে পান কয়েকটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তেচলে যায়।
রাজনৈতিক প্রতিপক্ষরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের সহযোগিতায় এমন হামলা চালিয়েছে বলে অভিযোগ আব্দুর রশিদের। ঘটনার তদন্ত করে অপরাধীদের বিচারের দাবি জানান তিনি।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড তাজা ও ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।