বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন এর আস্তাভাজন জেলা ছাত্রদলের অন্যতম ছাত্র নেতা ইবনে আদেল শশীকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানার পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে নয়টায় সদর উপজেলার করিমপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তার মা আছিয়া খাতুন জানান।
জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন ও সদস্য সচিব আলহাজ্ব মঞ্জুর এলাহী এবং জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক রিফাত বর্তমানে কারাগারে রয়েছে।
তবে গ্রেফতারের বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।