নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ ছাত্রলীগ পাড়াতলী ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সানাউল্লাহ আহমেদ সানি সভাপতি ও মো: শাওন মিয়াকে সেক্রেটারী নির্বাচিত করা হয়েছে।
ব্যাপক প্রস্তুতি বর্ণিল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে পাড়াতলী ইউনিয়ন শাখার ছাত্রলীগের সভাপতি সম্পাদক পদপ্রার্থীদের ছবিসম্ভলীত ব্যানার,
ফেষ্টুন নিয়ে বিশাল শোডাউন করে হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মীদের মিছিলে মিছিলে মুখরিত করে তুলেন সম্মেলন স্থল।
বাংলাদেশ ছাত্রলীগের রায়পুরা উপজেলা শাখার সভাপতি আসাদুল হক শাকিল এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষক আমজাদ আলীর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাজিব আহম্মেদ পার্থ।
ছাত্রলীগের সম্মেলন উদ্ধোধক হিসেবে শুভ উদ্ধোধন করেন পাড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌছ কামাল জুয়েল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের রায়পুরা উপজেলা শাখার সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন।
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আলহাজ্ব হাসান জামিল বাদল,
উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর এলাহী,
উপজেলা শাখা ইউপি চেয়ারম্যান ফোরামের সাধারন সম্পাদক শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাশেল,
রায়পুরা উপজেলা শাখা যুবলীগের সহসভাপতি জহিরুল হক বাদল, রায়পুরা উপজেলা শাখার সি:সভাপতি আল আমিন,
পাড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো: মোগল মাষ্টার,
রায়পুরা পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ ও সাধারন সম্পাদক মোমেন আহমেদ জয়,
পাড়াতলী যুবলীগের সভাপতি ডা: শফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক আব্দুর রহমান।