নরসিংদীতে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ ১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ ১৭) সিজান ২০২৩-২০২৪ এর শুভ উদ্ধোধন করা হয়েছে।
উদ্ধোধনী খেলায় রায়পুরা উপজেলা ০১ গোলে শিবপুর উপজেলাকে পরাজিত করেন।
বুধবার (৪ অক্টোবর) বিকালে নরসিংদীতে মোসলেহ উদ্দিন ভুইয়া ষ্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে
সঞ্চালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) এর শুভ উদ্ধোধনী খেলায়
প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ধোধন করেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভা মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন ভুইয়া, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান,
জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার (মুমু),নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমান,
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন,শহীদুল ইসলাম রনি, জহিরুল ইসলাম প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন :