নরসিংদী জেলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী শিশু একাডেমিতে আজ ১৬ সেপ্টম্বর ২০২৩ শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে
সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম
ও উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ শাখায়াত হোসেন এর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) মুহাম্মদ নজরুল ইসলাম,এমপি-(বীরপ্রতীক),অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নরসিংদী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান-পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার,
নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঞা,জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম ভুইয়া ও সহসভাপতি মমতাজ উদ্দিন ভুইয়া,
জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মিয়া মোহাম্মদ মঞ্জু,জেলা ছাত্রলীগের সভাপতি/সেক্রেটারী। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
নরসিংদী জেলার সম্মানিত জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ এর সার্বিক তত্বাবধানে উক্ত সমাবেশে
নরসিংদী জেলার সকল উপজেলা হতে ২৫০ জনের অধিক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় আনসার
ও ভিডিপি সদস্য ও সদস্যাদের দায়িত্বপালনে উজ্জীবিত করণের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশের ভূয়সী প্রশংসা করেন।
এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করেন।
এর পরে প্রধান অতিথি কর্তৃক বিশেষ কাজের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের হাতে বাইসাইকেলসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।