1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
দুর্বৃত্তের হামলায় পদ্মা নদীতে নিখোঁজ পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার  — Nobanno TV
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

দুর্বৃত্তের হামলায় পদ্মা নদীতে নিখোঁজ পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার 

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের পদ্মানদীতে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্য নিখোঁজের ৩৬ ঘন্টা পর একজন এবং ৫১ ঘন্টা অপরজনের মরদেহ উদ্ধার করা হয়েছে । বুধবার সকাল ৮ টার দিকে পাবনা নাজিরগঞ্জ ঘাট সংলগ্ন কবর স্থানের পাশের পদ্মানদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, গত রোববার গভীর রাতে চরসাদিপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের উদ্দেশ্য নদীপথে যাবার সময় অবৈধ ইলিশ শিকারীরা পুলিশের নৌকায় হামলা করে। হামলায় পুলিশের নেতৃত্বদানকারী পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মারাত্মক ভাবে আহত হন এবং তাদের সাথে থাকা দুজন ইউপি সদস্য সহ বাকী পুলিশ সদস্য সাঁতরে পাড়ে উঠলেও সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল ইসলাম ও মুকুল হোসেনকে খুঁজে পাওয়া যায়নি। কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে সক্ষম হননি। খুলনা ডুবুরি দল ও কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে  মঙ্গলবার বিকেল তিনটার দিকে সদরুল নামের সহকারী উপপরিদর্শকের মরদেহ উদ্ধার করেন। এবং ৫১ ঘন্টা পর বুধবার সকাল আটটার দিকে সুজানগর থানার নাজিরগঞ্জের পদ্মানদীতে সহকারি উপপরিদর্শক মুকুলের মরদেহ ভেসে উঠলে স্থানীয় পুলিশ  প্রশাসন উদ্ধার করে কুমারখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করেছেন।

নবান্ন টিভি / নাজমুল হাসান

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com