1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
দিল্লিতে শামীম ওসমান, দেখা মিলল নিজামউদ্দিন আউলিয়ার মাজারে — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

দিল্লিতে শামীম ওসমান, দেখা মিলল নিজামউদ্দিন আউলিয়ার মাজারে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ বার পঠিত
ছাত্র-জনতার আন্দোলনে ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ এমপি শামীম ওসমান। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা মেলেনি। তিনি ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা-সমালোচনা। এরইমধ্যে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে দিল্লিতে দেখা মিলেছে শামীম ওসমানের। পরিবারের সদস্যদের নিয়ে নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে দেখা গেছে তাকে। দেশটিতে অধ্যয়নরত আকাশ হক নামে বাংলাদেশি এক শিক্ষার্থী শামীম ওসমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিলে সেটি ভাইরাল হয়। ছবিতে দেখা গেছে, শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পড়ে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন। পোস্টে আকাশ লিখেছেন,‘শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজাম উদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন। ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবো কিনা ভাবতেছি। আবার কবে দেখা হয়- না হয় কে জানে?’ এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশের একটি গণমাধ্যম। আকাশ হক গণমাধ্যমটিকে জানান, রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরুপ তিনি ছবিও তুলে রেখেছেন বলে জানান। নবান্ন টিভি  

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com