1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
দর্শনা চেকপোস্টে দালালদের দৌরাত্ম্যে যাত্রীরা চরম হয়রানির শিকার — Nobanno TV
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

দর্শনা চেকপোস্টে দালালদের দৌরাত্ম্যে যাত্রীরা চরম হয়রানির শিকার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৭৪ বার পঠিত

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে দালালদের দৌরাত্ম্যের কারণে স্থলেপথে ভারতে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

চেকপোস্টে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দালালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় দালাল চক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।

ফ‌লে ভারতগামী বহু যাত্রী হয়রানি এড়াতে বিকল্প পথে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। অভিযোগ রয়েছে ভারতগামী ও ভারত থেকে আসা প্রতি যাত্রীর কাছ থেকে দালালচক্রের সদস্যরা বিভিন্ন কৌশল এবং ভয়ভিতি দেখিয়ে ২ শ’ টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আদায় করছে। কোনো যাত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তার পাসপোর্ট আটকিয়ে বিভিন্নভাবে ওই যাত্রীকে হেনস্তা করে থাকে দালাল চক্রের সদস্যরা।

এছাড়া ভারত ফেরৎ যাত্রীদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেওয়ারও জনশ্রুতি রয়েছে দালাল চক্রের বিরুদ্ধে। এক কথায় দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট বর্তমানে দালালচক্রের কাছে একেবারে জিম্মি হয়ে পড়েছে। এর আগে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হস্তক্ষেপে দর্শনা চেকপোস্ট দালালমুক্ত হলেও বর্তমানে তা আবার বয়াবহ রূপ ধারণ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত এক মাস ধরে চিকিৎসা, ভ্রমণ, ব্যবসাসহ বিভিন্ন কাজে প্র‌তি‌দিন এক থে‌কে দেড় হাজার যাত্রী ভার‌তে যাতায়াত করেন এ স্থলপথ দিয়ে। ভারত গমন বেড়ে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ লাইনে ভোগান্তি চরমে পৌঁছেছে। চাপ সামলাতে হিমশিম খায় প্রশাসনও। এ সুযোগে দালাল চক্রের সদস্যরা ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ দ্রুত সম্পন্ন করার নাম করে যাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। যেসব যাত্রী টাকা দিতে অনীহা প্রকাশ করেন তাঁদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় দালাল চক্রের সদস্যদের হাতে।

                                                                                                                 

রাজশাহী শহরের নিপা খাতুন তাঁর অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য দর্শনা স্থলপথ দিয়ে ভারতে নিয়ে যান চলতি মাসের ২৪ তারিখে। ওই দিন দর্শনা চেকপোস্টে দুলাল নামে এক দালাল তাঁকে বিভিন্নভাবে ভয়ভিতি দেখিয়ে তাঁর কাছ থেকে ৫০০ টাকা হাতিয়ে। তিনি তাঁর স্বামীর চিকিৎসা শেষে গত পরশু বুধবার বিকেল সাড়ে ৫ টার সময় ভারত থেকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে পৌছান। এরপর দুলাল নামে ওই দালাল নিপা নামে যাত্রীর কাছ থেকে জোর করে পাসপোর্ট কেড়ে নেয়। দ্রুত ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ সম্পন্ন করার নাম করে তাঁর কাছে ৫০০ টাকা দাবি করে। ওই যাত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে দুলাল তার পাসপোর্ট আটকিয়ে দিয়ে বিভিন্নভাবে ভয়ভিতি দেখায়। এক পর্যায়ে বাধ্য হয়েই দুলাল নামের ওই দালালকে ৫০০ টাকা দিতে বাধ্য হন তিনি। এরপর ওই যাত্রী দ্রুত দর্শনা রেলওয়ে স্টেশনে গিয়ে সাগরদাঁড়ি ট্রেনযোগে নিজবাড়ি রাজশাহীতে ফেরেন।

দর্শনা স্থলপথ দি‌য়ে নিয়‌মিত ভার‌তে যাতায়াতকা‌রি জীবননগর পৌর শহরে বসবাসকারী লিয়াকত আলী (ছদ্মনাম) সম্প্রতি চিকিৎসার জন্য ভারতে যান। তিনি চল‌তি সপ্তায় আগে দর্শনা চেকপোস্ট দিয়ে বাড়ি ফিরেছেন। তিনি অভিযোগ করে বলেন, ভারতে যাওয়ার দিন এবং ফেরার দিন দুলাল নামে এক দালাল আমার কাছ থেকে জোর করে ২ শ’ টাকা করে নিয়েছে। এখানে দালাল চক্র এতোই শক্তিশালী যে, তাদের মাধ্যমে ছাড়া কোনো ভাবেই ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ সম্পন্ন করা সম্ভব হয় না। প্রশাসনের পক্ষ থেকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দালালমুক্ত করার জন্য জোর দাবিও জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে দর্শনা চেকপোস্টে চলাচলকারী এক ভ্যান চালক বলেন, আমি দর্শনা বাসস্ট্যান্ড থেকে চেকপোস্টে নিয়মিত ভারতগামী যাত্রী আনা-নেওয়া করে থাকি। দর্শনা বাসস্ট্যান্ড অথবা রেলস্টেশন থেকে যাত্রী এনে দর্শনা চেকপোস্টে পৌছানোর সাথে সাথেই দালাল চক্রের সদস্যরা যাত্রীর কাছ থেকে জোর করে পাসপোর্ট কেড়ে নেয়। এরপর ইমিগ্রেশন ও কাস্টমস অফিসের কাজ সম্পন্ন করার নাম করে প্রতি যাত্রীর কাছে ২ শ’ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করে। টাকা না দিলে তাদেরকে বিভিন্ন অজুহাতে চরম দুর্ব্যবহারসহ হয়রানি করে থাকে। অনেক ক্ষেত্রে ভারত ফেরৎ যাত্রীর কাছ থেকে মালামালও কেড়ে নেয় দালাল চক্রের সদস্যরা। তিনি বলেন, দর্শনা চেকপোস্ট দালালমুক্ত করা না হলে এই পথ দিয়ে ভারতে যাতায়াতকারী যাত্রী অনেক কমে যাবে।

নাম প্রকাশ না করার শর্তে দর্শনা চেকপোস্টে অবস্থিত এক দোকানি বলেন, চেকপোস্টে দালালদের দৌরাত্ম্য চরম পর্যায়ে পৌছিয়েছে। কেউ এদের প্রতিবাদ করতে সাহস পান না। ভারতে যাতায়াতকারী যাত্রী এদের কাছে একেবারে অসহায়। কোনো যাত্রী অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। যাত্রীরা হয়রানি এড়াতে দালাল চক্রের সব অন্যায় দাবি মানতে বাধ্য হন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারঅ) দুপুরে সরেজমিন দর্শনা চেকপোস্টে গিয়ে দেখা গেছে, ভারতগামী যাত্রী চেকপোস্টে আসার সাথে সাথেই দালাল চক্রের সদস্যরা যাত্রীর পাসপোর্ট এক প্রকার জোর করেই কেড়ে নিচ্ছে। এরপর তারা ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ দ্রুত সম্পন্ন করার নাম করে প্রতি যাত্রীর কাছ থেকে ২০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত আদায় করছে। কোনো যাত্রী দালালের দাবীকৃত টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করছে।

ভুক্তভোগী যাত্রীরা দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দ্রুত দালালমুক্ত করার জন্য চেকপোস্টে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ আতিক হাসান জানান, আমাদের কাছে কোনো যাত্রী এ ব্যাপারে অভিযোগ করেনি। কোনো যাত্রী কারোর বিরুদ্ধে অভিযোগ করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com